শৃঙ্খলাভঙ্গের দায়ে ২২ দিনের মাথায় ওসি ক্লোজড

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯: ৩০
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৯: ৩৮

যোগদানের মাত্র ২২ দিনের মাথায় মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান ওসিকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এত অল্প সময়ে শিবচর থানার কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ক্লোজড করা হয়নি।

বিজ্ঞাপন

জানা যায়, ৯ জুলাই শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। শৃঙ্খলাভঙ্গের দায়ে শুক্রবার (১ আগস্ট) তাকে শিবচর থানা থেকে ক্লোজড করা হয়। জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজ করা হয়েছে তা জানা যায়নি এখনো। মাত্র মাত্র ২২ দিনের মাথায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্লোজড হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো.নাঈমুল হাছান বলেন, 'প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত