ফরিদপুরের সালথায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তারা জেলার মধুখালী উপজেলার জামালপুর গ্রামের সুমন মিয়ার সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তানহা ও তালহা গত বুধবার তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়।
তালহাকে দেখতে পেয়ে তার বোন তানহা তাকে বাঁচাতে পানিতে নামলে সেও ডুবে যায়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন খবর পেয়ে তাদের পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

