নরসিংদীর যুবদল নেতা সুমন এবার বিএনপি থেকেও বহিষ্কার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৮

নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে দ্বিতীয়বারের মতো দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহী স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেয়া হয়।

বিজ্ঞাপন

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এর আগে যুবদল থেকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটিতে সুমনকে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়েছিল। তবে বিষয়টি দলের গঠনতন্ত্রবিরোধী হিসেবে গণ্য করে কেন্দ্রীয় কমিটি। তাই কেন্দ্রের নির্দেশে তাকে জেলা বিএনপির পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সুমনকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে। ওই সময় দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছিল।

কিন্তু গত ৫ জুন জেলা বিএনপির নতুন কমিটিতে তাকে আবারো নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটিতে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করে পদোন্নতি দেয়া হয়। কমিটিতে তার নাম রাখার পরই জেলাজুড়ে শুরু হয় নানা গুঞ্জন। সম্প্রতি শহীদ চৌধুরীর রেলওয়ের বরাদ্দকৃত জমি ও দোকান দখল করায় পুনরায় আলোচনায় আসেন সুমন। অভিযোগ রয়েছে, তার ভয়ে বর্তমানে শহীদ চৌধুরী এলাকাছাড়া।

এ প্রসঙ্গে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত