স্বর্ণ চুরির রহস্য উদঘাটন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৪: ০৫

রাজধানীর ধানমণ্ডিতে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদঘাটন করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালঙ্কার।

বিজ্ঞাপন
db-1

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩১)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত কুমিল্লার কোম্পানীগঞ্জ ও মুরাদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

ডিবি জানায়, সংঘবদ্ধ চোরচক্র অভিনব কৌশলে মাত্র আট মিনিটে চুরি সম্পন্ন করে। একজন চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে, আরেকজন দ্রুত তালা কাটে। এরপর একজন দোকানে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে ব্যাগে ভরে নেয়। এ সময় আরও কয়েকজন আশপাশে ঘোরাফেরা করছিল।

ডিবি আরও জানায়, এটি অত্যন্ত পরিকল্পিত একটি চুরি। প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটি শনাক্ত করা হয়। অভিযুক্তদের কাছ থেকে প্রাপ্ত স্বর্ণালংকার মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত