নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৩: ৩০

নারায়ণগঞ্জ হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে সম্প্রতি ক্ষতিগ্রস্ত ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন।

বুধবার ব্যবসায়ীদের মোট ছয় লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক। এ অনুদান জেলা পরিষদের তহবিল থেকে প্রদান করা হয়।

বিজ্ঞাপন

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জেলা বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা।

একই দিনে জেলা প্রশাসক জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত