রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ২০

মাদারীপুরের শিবচরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মো. শুক্কুর খান নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা-যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরের পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শুক্কুর উপজেলার চরজানাজাত ইউনিয়নের মলফত খার গ্রামের দানেস খানের ছেলে।

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল বলেন, সন্ধ্যায় রাস্তা পার হচ্ছিলেন শুক্কুর। এ সময় ঢাকা থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত