আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

মাদারীপুরের শিবচরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মো. শুক্কুর খান নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা-যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরের পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শুক্কুর উপজেলার চরজানাজাত ইউনিয়নের মলফত খার গ্রামের দানেস খানের ছেলে।

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল বলেন, সন্ধ্যায় রাস্তা পার হচ্ছিলেন শুক্কুর। এ সময় ঢাকা থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...