সিংগাইরে গণপিটুনিতে দুই গরুচোর নিহত
উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২: ০৬

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ছয়ানি গ্রামে গরু চুরির অপরাধে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২) ও দশআনি গ্রামের তোতা মিয়ার পুত্র মজনু (২৫)।
রোববার রাত ৩টার দিকে উপজেলার ছয়ানি গ্রামের ইনুছ আলীর বাড়িতে গরুঘরের গ্রিল কেটে গরু চুরি করতে গেলে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com