জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের সিংপাড়া-নওপাড়া আন্ডারপাসের কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত সাড়ে তিনটায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান।
নিহতরা হলেন বাসের যাত্রী যশোর সদর উপজেলার মধু গ্রামের জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মো. জালাল (৬৫), চিকিৎসক আ. হালিম (৫৫) ও বাসচালকের সহকারী হাসিব (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাতে হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব ১২-৪২৯৬) ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যশোরের নওপাড়া থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। পথে সিংপাড়ায় বাসটি ঢাকামুখী একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। এ সময় বাস ও ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মধ্যখানে সড়ক
বিভাজকের ওপর আছড়ে পরে। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া আহতদের স্থানীয়
স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, নিহত চারজনই বাসের যাত্রী। ঢাকা মেডিকেল কলেজে বাসযাত্রী ডা. আবদুল হালিম এবং বাসের হেলপার হাসিব মারা যান।
দুর্ঘটনার পরপরই বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের স্বজনদের কাছে লাশ পৌঁছে দেয়ার প্রস্তুতি চলছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের সিংপাড়া-নওপাড়া আন্ডারপাসের কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত সাড়ে তিনটায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান।
নিহতরা হলেন বাসের যাত্রী যশোর সদর উপজেলার মধু গ্রামের জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মো. জালাল (৬৫), চিকিৎসক আ. হালিম (৫৫) ও বাসচালকের সহকারী হাসিব (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাতে হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব ১২-৪২৯৬) ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যশোরের নওপাড়া থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। পথে সিংপাড়ায় বাসটি ঢাকামুখী একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। এ সময় বাস ও ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মধ্যখানে সড়ক
বিভাজকের ওপর আছড়ে পরে। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া আহতদের স্থানীয়
স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, নিহত চারজনই বাসের যাত্রী। ঢাকা মেডিকেল কলেজে বাসযাত্রী ডা. আবদুল হালিম এবং বাসের হেলপার হাসিব মারা যান।
দুর্ঘটনার পরপরই বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের স্বজনদের কাছে লাশ পৌঁছে দেয়ার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
২৬ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে