ফতুল্লার একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গায়ে কোন জামাকাপড় ছিলোনা বলে জানিয়েছে পুলিশ। যুবকটির বয়স ২৫-২৬ বছর হবে বলে জানায় পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দৌলতপুর মসজিদ সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, সংবাদ পেয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা কেউ তাকে চিনেনা বলে জানায়। যুবকের যুবকের গায়ে কোন জামাকাপড় ছিলো না, পুকুরের পারে একটি থলের মধ্যে জামাকাপড় ছিলো। লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

