পদ্মার ২০ কেজির কাতল ৫২ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৬: ৩৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি প্রথমে উন্মুক্ত নিলামে বিক্রি হয় ৫০ হাজার টাকায়, পরে সিলেটের এক লন্ডন প্রবাসীর কাছে বিক্রি হয় ৫২ হাজার টাকায়।

বিজ্ঞাপন

রোববার সকালে উপজেলার কুশাহাটা এলাকায় স্থানীয় জেলে মঙ্গল হালদার তার সঙ্গীদের নিয়ে জাল ফেললে পদ্মার গভীর পানিতে ধরা পড়ে এই বিশাল আকারের কাতল মাছটি।

জেলে মঙ্গল হালদার বলেন, আজ সকালে পদ্মা নদীতে জাল ফেলতে গিয়ে ২০ কেজি ওজনের বড় কাতল মাছটি ধরা পড়ে। পদ্মায় মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়ে, তবে এবারের মৌসুমে এটিই সবচেয়ে বড় কাতল।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনা হলে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

সম্রাট শাহজাহান বলেন, আমি নিলাম থেকে ২ হাজার ৫শ টাকা কেজি দরে মাছটি কিনেছি। পরে সিলেটের এক লন্ডন প্রবাসীর কাছে ২ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করেছি। এতে আমার প্রায় ২ হাজার টাকা লাভ হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় পদ্মার অন্যান্য বড় মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে এখন বড় আকারের পাঙাশ, রুই, কাতলা, বোয়াল ও বাগাড় মাছ ধরা পড়ছে। নদীতে যদি স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে এমন বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।

তিনি আরও জানান, বড় আকারের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা-ওয়ালা ঘাইলা ব্যার জালের মাধ্যমে ধরা পড়ে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত