আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নরসিংদীতে ঘুমন্ত এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে ঘুমন্ত এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
ছবি: আমার দেশ।

নরসিংদীতে এক যুবককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুড়ে মারা যাওয়া নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে।

তিনি পুলিশ লাইন্স এলাকার মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শুক্রবার রাতেও কাজ শেষে খাবার খেয়ে এসে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়ে চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেন। ভেতরে পেট্রল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে অঙ্গার হয় চঞ্চল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছে। এব্যপারে দোকোন মালিক মোঃ রুবেল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, একজনকে অঙ্গার অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের জন্য তার পরিবারের পক্ষ থেকে লোকজন এসেছে এবং মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রফতার করা সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: