গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৮: ১৯

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অলিউল্লাহ (৪০) এবং তামিম (৪)। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন—সিরাজগঞ্জের হাফিজুর (৪০) ও তার স্ত্রী ছালমা বেগম (৩৫)। নিহত তামিম তাদের সন্তান। তারা সফিপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশু তামিম মারা যায় । বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, দুর্ঘটনায় শিশুসহ তিনজন মারা গেছেন। আহত দুইজনকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত