নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলে আটক, জরিমানা

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১: ৫৭

মাদারীপুর জেলার শিবচরে পদ্মায় ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞার পঞ্চম দিনে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের জরিমানা করা হয় ৪৫ হাজার টাকা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার নিয়মিত অভিযানের অংশ হিসেবে পদ্মা নদীর শিবচরের বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য অফিস ও প্রশাসন, নৌপুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করেন। তারা এসময় ইলিশ শিকাররত অবস্থায় ৯ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে মৎস্য অফিস।

অভিযানে ঢাকা বিভাগের পরিচালক মো. মনিরুল ইসলাম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্যা এমদাদুল্লাহ, জেলা মৎস্য অফিসার ড. মো. হাদিউজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, 'ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার সময় আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অসাধু কিছু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মায় জাল ফেলছে। আমরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করছি।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত