ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ আব্দুল্লাহর (২৩) লাশ পুকুর থেকে উদ্ধার করছে পুলিশ। সাজিদের বাবা জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলা শাখার সাবেক আমির, জেলা বায়তুলমাল সেক্রেটারি ও গারট্ট দাখিল মাদ্রাসার সুপার আহসান হাবিবুল্লাহ দেলোয়ার। তার বাড়ি ঘাটাইলে রসুলপুর ইউনিয়নের পেচারআটা গ্রামে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুরে।
জানা যায়, বিকালে হলের শিক্ষার্থীরা লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শেখ মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল আমার দেশকে জানায়, আমরা সাজিদের পরিবারের লোকজন লাশের অপেক্ষা করছি। এখন (আজ শুক্রবার সকাল) লাশের ময়নাতদন্তের কাজ চলছে। লাশ ঘাটাইলে দাফন করা হবে।
সাজিদ একজন জুলাইযোদ্ধা, ঘাটাইলের কৃতী সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ শিক্ষাবর্ষের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র।
সাজিদের মৃত্যুর খবর নিশ্চিত হলে ঘাটাইলে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

