সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১২: ২৫
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১২: ২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মক্কিনগর এলাকায় ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ১৪ দোকান আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বুধবার ভোর ৪টার দিকে আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মার্কেটের প্রায় ১৪ দোকান পুড়ে গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত