নেশার টাকা না দেওয়ায় চাচাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৬: ৩০

মাদারীপুরের শিবচরে নেশা টাকা না দেওয়ায় চাচা মো. আবুল হাওলাদার (৫০) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই ভাতিজা জাহিদ হাওলাদার ও নাহিদ হাওলাদারের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ জুন) সকালে শিবচর পৌরসভা ৯নং ওয়ার্ডের নলগোড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত হলেন শিবচর পৌর এলাকা নলগোড়া গ্রামের আফসার হাওলাদারের ছেলে আবুল হাওলাদার (৫০)। তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় চাচা আবুল হাওলাদার কাছে নেশার জন্য টাকা চান ভাতিজা জাহিদ হাওলাদার। কিন্ত চাচা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটি হয়। পরে মঙ্গলবার সকালে বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে আবুল হাওলাদার বাড়ি থেকে ভ্যান নিয়ে শিবচর বাজারে যাওয়ার সময় নলগোড়া এলাকায় ভ্যান গতিরোধে করে আবুল হাসানকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে এলাকাবাসী লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে আহতাবস্থায় তাকে উদ্বার করে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়া আশ্বাস দেন।

এ ব‌্যাপা‌রে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, খরব পে‌য়ে থানা পু‌লিশ ও সেনাবা‌হিনী ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ভুক্তভোগী প‌রিবার অভিযোগ দি‌লে মামলা নেয়া হ‌বে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত