আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মাদারীপুরে জামায়াতের খাবার বিতরণ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মাদারীপুরে জামায়াতের খাবার বিতরণ

রক্তাক্ত জুলাই বিপ্লবে শহীদ‌দের স্মর‌ণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর পৌর শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

৪ জুলাই সকাল ১১টায় মাদারীপুর শহরের শকুনি লেকপার প্রধান সড়কে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য, মাদারীপুর জেলার সাবেক আমির ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান খান। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলার আমির মাওলানা মোখলেসুর রহমান, সদর উপজেলার আমির মাওলানা হুমায়ুন কবির।

আরো উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসাইন, পৌর নায়েবে আব্দুর রহিম মোল্লা, পৌর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতে ইসলামীর নৈতিক ও মানবিক দায়িত্ব। এ সময় জুলাই বিপ্ল‌বে শহীদ‌দের আত্মার মাগ‌ফিরত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন