রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে নুরাল পাগলার লাশে আগুন দেয়া আরো এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মো. রাসেল মণ্ডল (২০) গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের ক্ষদিরাম সরকার পাড়ার আ. সামাদ মণ্ডলের ছেলে।
সোমবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
তিনি জানান, গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাসেল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, সে নুরাল পাগলের লাশে আগুন দিচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন এবং পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় রাসেল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১১ জন এবং এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যু হলে দরবার শরীফে তাকে দাফন করে কাবা শরীফের আদলে একটি স্থাপনা নির্মাণ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বিক্ষোভ চলাকালে পুলিশ ও তৌহিদি জনতার সংঘর্ষ হয়।
এসময় পুলিশের গাড়ি ভাঙচুর ও দরবারে হামলার পাশাপাশি কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনায় নুরাল পাগলের ভক্ত মো. রাসেল মোল্লা (২৮) নিহত হন। একই রাতে পুলিশ ও পরে ৮ সেপ্টেম্বর রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

