নারায়ণগঞ্জের আড়াইহাজারে লাক মিয়া নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাক মিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, কাঞ্চন সেতু এলাকা দিয়ে ঢাকায় পালাচ্ছিলেন লাক মিয়া। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি বলেন, টাকা খাইয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মানুষের জমি দখল করছেন তিনি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

