আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-লাঠিচার্জে আহত ১৫

জেলা প্রতিনিধি, গাজীপুর
বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-লাঠিচার্জে আহত ১৫

গাজীপুর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এক গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আন্দোলনরত শ্রমিক ও পুলিশ জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলিফ ইন্ডাস্ট্রিজ লি. কারখানা শ্রমিকরা সকাল সোয়া আটটা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে শিল্প-পুলিশ এলে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশসহ অন্তত ১০ জন জন শ্রমিক আহত হয়েছে।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, কারখানাটিতে গত মাসের ২৮ তারিখ থেকে সাধারণ ছুটি রয়েছে। আজ কারখানাটি খোলার কথা ছিল। কারখানা খুলে দেয়ার পরপরই এ ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন