আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত তিন নেতা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, পৌর বিএনপির সহ-স়ভাপতি রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

রোববার দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমানিত হওয়ায় তাদেরকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু আমার দেশকে জানান, ওই তিন নেতা উপজেলা ও পৌর বিএনপির পদে থেকেও দলীয় প্রার্থীর বিপক্ষে সতন্ত্র প্রার্থীর প্রচার করে আসছে। এ কারণেই দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগে তাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ দিয়েছে জেলা বিএনপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন