কবিরুল ইসলাম, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
টানা বৃষ্টিতে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার নিম্নাঞ্চল একেবারে পানির নিচে তলিয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) ভোরের বৃষ্টিতে বাড়িঘর, স্কুল-কলেজ, দোকানপাট, এমনকি ছোট বড় কারখানাগুলো পর্যন্ত জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। হাজারো মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে, কোনো কোনো এলাকায় কোমর পানি, কোথাও আবার রান্নাঘর পর্যন্ত ডুবে গেছে। নোংরা দূষিত পানিতে বাড়ছে চর্মরোগের আশংকা। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পানি নিষ্কাশনের জন্য ১৩ শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও সেটা কোন কাজেই আসেনি।
শুধু ডিএনডি বাধ এলাকাই নয়, ফতুল্লার অধিকাংশ নিম্নাঞ্চল এখন পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলিমনগর, শাসনগাঁও, উত্তর নরসিংপুর, কাশীপুর, দিঘুলিপট্টি, কাউয়াপাড়া, নয়াবাজার, মাসদাইর, ইসদাইর, লালপুর, পৌষারপুকুরপাড়া এলাকা।
এই জলাবদ্ধতার জন্য একমাত্র দায়ী অবৈধভাবে দখল ও মাটি ফেলে ভরাট করে ফেলা সরকারি খালগুলো। পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর এবার দিনভর বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা যেতে পারছে না স্কুল-কলেজে। মুসল্লিদের ময়লা পানি মাড়িয়ে যেতে হচ্ছে মসজিদে।
নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, ডেমরা ও শ্যামপুর থানার মাতুয়াইল, তুষারধারা, আদর্শনগর, গিরিধারা, সাদ্দাম মার্কেট, দেলপাড়া, ভূইগড়, নয়ামাটি, জেলেপাড়া, বৌবাজার, ভাবিরবাজারসহ প্রায় প্রতিটি এলাকায় বাসাবাড়ি ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। নোংরা পানি ড্রেন উপচে উঠানে, রান্নাঘরে ঢুকে পড়েছে।
কুতুবপুর ইউনিয়নের তুষারধারা এলাকার কলেজ শিক্ষার্থী ইমরান শেখ বলেন, ঘরের উঠানে হাঁটুপানি, ভিতরে পানি ঢুকেছে। কলেজে যেতে হচ্ছে পানি মারিয়ে।
শাহী মহল্লার নুরুল ইসলাম জানান, রাস্তা তো ডুবে গেছে, ড্রেনের পানি মিশে পরিবেশ ভয়াবহ। এমন নোংরা পানিতে চলাচল করতে হচ্ছে। ঘরের ভেতরেও প্রবেশ করছে পানি।
ঢাকা যান্ত্রিক পাম্পহাউসের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, পাম্পহাউসে সব পাম্প চালু থাকলেও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি পাম্পের কাছে আসছে না। বিকেল পর্যন্ত পামগুলো চালু রাখলেও সন্ধ্যার দিকে পাম্প বন্ধ রাখতে হয়েছে। খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করছি আগামীকাল থেকে পাম্পগুলো সচল করা সম্ভব হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সিভিল) শুভ আহমেদও একই সুরে বলেন, ডিএনডি এলাকার মূল সমস্যাই হচ্ছে খাল দখল ও ভরাট। খালগুলো পরিষ্কার হলে পানি সরানো সম্ভব হবে। পাম্প আমাদের সবগুলো ভালো আছে বন্ধ খাল গুলো খুলে দিতে পারলেই জলাবদ্ধতার সমাধান হবে।
ডিএনডি বাঁধ এলাকার স্থায়ী সমাধানে খাল উদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই বলে মত দিয়েছেন পরিবেশবাদীরা। নয়তো প্রতি বর্ষা মৌসুমে এভাবেই পানির নিচে ডুবে থাকবে ডিএনডির লাখো মানুষের জীবন।
টানা বৃষ্টিতে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার নিম্নাঞ্চল একেবারে পানির নিচে তলিয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) ভোরের বৃষ্টিতে বাড়িঘর, স্কুল-কলেজ, দোকানপাট, এমনকি ছোট বড় কারখানাগুলো পর্যন্ত জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। হাজারো মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে, কোনো কোনো এলাকায় কোমর পানি, কোথাও আবার রান্নাঘর পর্যন্ত ডুবে গেছে। নোংরা দূষিত পানিতে বাড়ছে চর্মরোগের আশংকা। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পানি নিষ্কাশনের জন্য ১৩ শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও সেটা কোন কাজেই আসেনি।
শুধু ডিএনডি বাধ এলাকাই নয়, ফতুল্লার অধিকাংশ নিম্নাঞ্চল এখন পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলিমনগর, শাসনগাঁও, উত্তর নরসিংপুর, কাশীপুর, দিঘুলিপট্টি, কাউয়াপাড়া, নয়াবাজার, মাসদাইর, ইসদাইর, লালপুর, পৌষারপুকুরপাড়া এলাকা।
এই জলাবদ্ধতার জন্য একমাত্র দায়ী অবৈধভাবে দখল ও মাটি ফেলে ভরাট করে ফেলা সরকারি খালগুলো। পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর এবার দিনভর বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা যেতে পারছে না স্কুল-কলেজে। মুসল্লিদের ময়লা পানি মাড়িয়ে যেতে হচ্ছে মসজিদে।
নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, ডেমরা ও শ্যামপুর থানার মাতুয়াইল, তুষারধারা, আদর্শনগর, গিরিধারা, সাদ্দাম মার্কেট, দেলপাড়া, ভূইগড়, নয়ামাটি, জেলেপাড়া, বৌবাজার, ভাবিরবাজারসহ প্রায় প্রতিটি এলাকায় বাসাবাড়ি ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। নোংরা পানি ড্রেন উপচে উঠানে, রান্নাঘরে ঢুকে পড়েছে।
কুতুবপুর ইউনিয়নের তুষারধারা এলাকার কলেজ শিক্ষার্থী ইমরান শেখ বলেন, ঘরের উঠানে হাঁটুপানি, ভিতরে পানি ঢুকেছে। কলেজে যেতে হচ্ছে পানি মারিয়ে।
শাহী মহল্লার নুরুল ইসলাম জানান, রাস্তা তো ডুবে গেছে, ড্রেনের পানি মিশে পরিবেশ ভয়াবহ। এমন নোংরা পানিতে চলাচল করতে হচ্ছে। ঘরের ভেতরেও প্রবেশ করছে পানি।
ঢাকা যান্ত্রিক পাম্পহাউসের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, পাম্পহাউসে সব পাম্প চালু থাকলেও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি পাম্পের কাছে আসছে না। বিকেল পর্যন্ত পামগুলো চালু রাখলেও সন্ধ্যার দিকে পাম্প বন্ধ রাখতে হয়েছে। খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করছি আগামীকাল থেকে পাম্পগুলো সচল করা সম্ভব হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সিভিল) শুভ আহমেদও একই সুরে বলেন, ডিএনডি এলাকার মূল সমস্যাই হচ্ছে খাল দখল ও ভরাট। খালগুলো পরিষ্কার হলে পানি সরানো সম্ভব হবে। পাম্প আমাদের সবগুলো ভালো আছে বন্ধ খাল গুলো খুলে দিতে পারলেই জলাবদ্ধতার সমাধান হবে।
ডিএনডি বাঁধ এলাকার স্থায়ী সমাধানে খাল উদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই বলে মত দিয়েছেন পরিবেশবাদীরা। নয়তো প্রতি বর্ষা মৌসুমে এভাবেই পানির নিচে ডুবে থাকবে ডিএনডির লাখো মানুষের জীবন।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে