শিবচরে পুকুর থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৬: ২৬
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭: ১৯

মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) বেলা ১২টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়াপুকুর পাড় খবির উদ্দিন মৌলভীর বাড়ির পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, বেলা ১২টার দিকে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় একটি শিশু দেখতে পান যে পুকুরের মধ্যে এক কিশোরী ডুবে যাচ্ছে। এ সময় শিশুটি দৌড়ে এসে বাড়িতে খবর দিলে স্থানীয়রা এসে পানির মধ্য থেকে কিশোরীকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় দত্তপাড়া খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ গ্রহণ করে। নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

পুকুরে ডুবে যাওয়া কিশোরী সম্পর্কে জানতে চাইলে স্থানীয় মো. হাবিব মুন্সী বলেন, আজ সকালে পুকুর পাড়ের ঘাটে এই মেয়েটিকে শুয়ে থাকতে দেখে এলাকার লোকজন। ওই সময় দেখে মনে হয়েছে মানসিক প্রতিবন্ধী হবে হয়তো। বেলা ১২টার দিকে বাড়ির ছোট ছেলেরা ওই কিশোরীকে পানিতে ডুবে যেতে দেখে দৌড়ে বাড়িতে এসে আমাদের খবর দেয়। আমি দৌড়ে গিয়ে পানির মধ্যে থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি।

শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাইনুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানিতে ডুবে যাওয়া লাশ উদ্ধার করি। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেকেই বলছে ওই কিশোরী মানসিক প্রতিবন্ধী, আমরা শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত