বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ফতুল্লায় চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ৩৪
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৫

বৈষম্যবিরোধী আন্দোলনে ইয়াসিন হত্যা মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রশিদ গোপালনগর গ্রামের আজগার আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, বিকেল তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতর ঘটনায় চারটি মামলা রয়েছে। এছাড়াও ব্যবসায়ী জাকির হত্যাসহ সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।

এদিকে রশিদের গ্রেপ্তারের খবরে বিকেল ৩টা থেকে ফতুল্লা মডেল থানার সামনে জড়ো হতে শুরু করে তার অনুসারীরা। বিকেল সাড়ে চারটার দিকে তারা থানা ঘেরাও করে আন্দোলন শুরু করে রশিদের মুক্তি দাবি করে স্লোগান দেয়। এসময় তারা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে রশিদের অনুসারীদের সরিয়ে দেয়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, তার বিরুদ্ধে অনেক মামলা আছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ইয়াসিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছি।

উল্লেখ্য, গত বছর ২১ অক্টোবর ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাট বাইপাস মোড় এলাকা থেকে র‌্যাব রশিদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত