বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২৩: ৪৮

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নে পৌঁছান তিনি। এসময় বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী তাকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাটালিয়নের অভ্যন্তরে একটি বৃক্ষরোপণ করেন এবং ব্যাটালিয়নে দায়িত্বরত অফিসার, জুনিয়র অফিসার ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

এসময় র‍্যাবের মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত