ধর্মান্তরিত বৃদ্ধা হাফেজা আমেনা বেগমের চিকিৎসায় সহায়তা প্রয়োজন

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৭

মানিকগঞ্জে বসবাসকারী ধর্মান্তরিত বৃদ্ধা হাফেজা আমেনা বেগম(৬৩) বাবা-মাকে হারান শিশু বয়সেই। এরপর থেকে তার আশ্রয় হয় হরিরামপুরের একটি পরিবারে। এরপর হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

ইসলাম ধর্মগ্রহণ করার পর কোরআনে হাফেজা ও এইচএসসি পাশ করেন। এরপর তিনি বিয়ে করলেও তিন বছর পর মারা যান স্বামী মাওলানা বদরুল আলম। এরই মাঝে তাকে আশ্রয় দেওয়া শাহজাহান মিয়াও মারা যান। এরপর থেকে তিনি প্রাইভেট পড়িয়ে ও কৃষি কাজ করে তার আশ্রয়দাতা মা ফুলবানুর সাথে বসবাস করছেন।

বিজ্ঞাপন

গতবছর কৃষি কাজ করতে গিয়ে ডান চোখে আঘাত পান তিনি। এতে তার চোখের কর্নিয়ার পাশে ফুটো হয়ে যায়। টিউশনি করে জমানো সব টাকা ব্যয় করেও চোখের সুচিকিৎসা করাতে পারেননি তিনি। সে চোখের আলো আর ফেরেনি। এবার তার অপর চোখে ছানি পড়ছে। ধীরে ধীরে কমে আসছে আলো। চিরতরে দৃষ্টি হারানোর শঙ্কায় তিনি।

তার চোখের চিকিৎসায় প্রয়োজন এক থেকে দেড় লক্ষ টাকা। যা তার পক্ষে বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় চিকিৎসা সেবার জন্য তিনি দেশবাসীর কাছে সহায়তা চেয়েছেন। তিনি বলেন, আমার চোখ যদি ঠিক হয়ে যায় তবে আমি আবারও প্রাইভেট পড়িয়ে নিজের খরচ বহন করতে পারব।

চিকিৎসা সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া রকেট নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টে।

রকেট: +৮৮০১৮৫১৯০৫৫৭৫(+৫)

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ২০৫০১৮১০২০৬৫৩০৬১৮

মানিকগঞ্জ শাখা, ইসলামী ব্যাংক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত