জুলাই যোদ্ধাদের স্মরণ

জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ পানির কর্নার’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৭: ০০

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে স্থাপিত হলো ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।

গতকাল মঙ্গলবার জুলাই যোদ্ধাদের স্মরণে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।

বিজ্ঞাপন

সম্প্রতি গাজীপুর জেলা পরিষদ আয়োজিত তরুণদের সমন্বিত সৃজনশীল অংশগ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা থেকে নির্বাচিত এ প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯ লাখ ৭৫ হাজার টাকা ।

গণঅভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দিতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে গাজীপুর জেলা পরিষদ বিভিন্ন স্থান থেকে ৬৯টি আইডিয়ার পায়। তার মধ্যে বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয় ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ স্থাপন প্রস্তাব।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রকল্প বাস্তবায়নে যুক্ত প্রকৌশলী, আইডিয়া প্রস্তাবকারী দলের সদস্য, জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত