ব্র্যাক ব্যাংক থেকে প্রবাসীর টাকা গায়েব, ৫ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৯: ১৮

​ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখা থেকে এক সৌদি প্রবাসীর ৯ লক্ষাধিক টাকা গায়েবের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৌদি প্রবাসী মো. বাবুল হোসেন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।

সোমবার (১১ আগস্ট) রাজবাড়ীর মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মামলার আসামিরা হলেন আবু দাউদ, মো. হাইসম খান, মিসেস খাতেজা খাতুন, মো. আলামিন ইসলাম এবং মো. রেজোয়ান ছাগির। তারা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

সৌদি প্রবাসী বাবুল হোসেন জানান, তিনি গত ১৬ জুলাই দেশে ফিরে ৩০ জুলাই ব্র্যাক ব্যাংকে তার অ্যাকাউন্টে জমা করা টাকা তুলতে গেলে জানতে পারেন তার অ্যাকাউন্টে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নেই। ব্যাংক থেকে হিসাব বিবরণী নিয়ে তিনি দেখেন, গত ২১ জানুয়ারি তার অ্যাকাউন্ট থেকে আসামিদের বিভিন্ন অ্যাকাউন্টে মোট ৯ লক্ষ ১ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকিং ও ব্যক্তিগত তথ্য হ্যাক করে ফিশিংয়ের মাধ্যমে এই টাকা নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে।

এ বিষয়ে জানতে ৫জন আসামির একাউন্টে ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবীব নিউটন জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত