গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ-সমাবেশ, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯: ২৮

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ তুলে এর প্রতিবাদে শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। এ সময় তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেছে। গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

বিজ্ঞাপন

অবরোধ সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ইসহাক পিকু,আফসার উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শুভসহ ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা।

সমাবেশে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধিরা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে একটি কুচক্রী মহল কারিগরি শিক্ষা নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশ থেকে তারা যেসব দাবি উত্থাপন করেন সেগুলো হচ্ছে, মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি সকল প্রতিষ্ঠানে নিশ্চিত করা, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদের পরিবর্তে পল্লী বিদ্যুতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নতম পদে নিয়োগ দেয়া বন্ধ করা।

এর আগে রাত দশটার দিকে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থী গাজীপুরের শিমুলতলী থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে আসে। তারা ওই মোড়ে সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভ করতে থাকে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনকালে চতুর্দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের এ আন্দোলনের সঙ্গে ডুয়েট শিক্ষার্থীদের জড়িত থাকার অপপ্রচারের প্রতিবাদে রাত সাড়ে বারোটার দিকে ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক উত্তম কুমার দাস জানান ডিপ্লোমা প্রকৌশলীদের এ আন্দোলনের সঙ্গে ডুয়েটের শিক্ষার্থীরা কোনোভাবেই জড়িত নয়। অথচ ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলনের সঙ্গে ডুয়েট শিক্ষার্থীরা জড়িত রয়েছে বলে মিথ্যা সংবাদ প্রচার করছে কিছু অসাধু চক্র।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত