বাসায় আর ফেরা হলো না সোহেল মিয়ার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৫: ০২
নিহত সোহেল মিয়া

সুনামগঞ্জের শ্বশুরবাড়ি থেকে ঢাকার রায়েরবাগে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. সোহেল মিয়া (৩৯)। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।

বিজ্ঞাপন

নিহত সোহেল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৃত কাজী জিয়ারত উল্লাহর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা যায়, শনিবার বিকালে সুনামগঞ্জের শ্বশুরবাড়ি থেকে তিনি রওনা হন ঢাকার রায়েরবাগের নিজ বাড়ির উদ্দেশে। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকচালক মো. মাহবুব ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২২-০২১৩) জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত