জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে শহীদদের স্মরণে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শকুনি লেকের পশ্চিম পাড়ে জেলা সদর জামে মসজিদের সামনে জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মাদারীপুর জেলা থেকে ১৮ জন শহীদ হন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদদের সংখ্যার সমপরিমাণ ১৮টি বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি নেজারত (এনডিসি) মো. রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার কঙ্গনা প্রভা, ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপপরিচালক গোলাম সারোয়ার, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তফা আল হোসাইন, বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. খলিলুজ্জামান এবং ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম।
এছাড়াও শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশ সচেতনতা নয়, শহীদদের স্মৃতিকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস নেয়া হয়েছে।
মাদারীপুরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে শহীদদের স্মরণে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শকুনি লেকের পশ্চিম পাড়ে জেলা সদর জামে মসজিদের সামনে জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মাদারীপুর জেলা থেকে ১৮ জন শহীদ হন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদদের সংখ্যার সমপরিমাণ ১৮টি বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি নেজারত (এনডিসি) মো. রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার কঙ্গনা প্রভা, ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপপরিচালক গোলাম সারোয়ার, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তফা আল হোসাইন, বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. খলিলুজ্জামান এবং ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম।
এছাড়াও শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশ সচেতনতা নয়, শহীদদের স্মৃতিকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস নেয়া হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে