ভাঙ্গায় আন্দোলনের সমন্বয়ক সহকারী আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫২

ফরিদপুর জেলার ভাঙ্গা পুলিশ স্টেশন ঘেরাও কর্মসূচি পালনকালে পুলিশের যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আন্দোলনের সহকারী সমন্বয়ক আওয়ামী লীগ নেতা পলাশ মিয়াকে ঢাকার কাপ্তান বাজারের আবাসিক হোটেল নিরাপদ থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে দৈনিক আমার দেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ জানায়, উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পরিষদের গণআন্দোলনে বিক্ষুব্ধ জনগণ থানা পুলিশ স্টেশন অবরোধ করে ব্যাপক ভাঙচুর করে। নাশকতামূলক ঘটনায় ৯টি পুলিশ পিকআপ ভ্যান গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি ডিসবির মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় এবং ট্রাফিক পুলিশ বিভাগের আরও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।

থানা ভাঙচুরের ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীকে প্রধান আসামিসহ আরও ২৯ জনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা দায়ের করে পুলিশ। পলাশ মিয়াকে রাজধানীর কাপ্তান বাজার থেকে এমামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য ১৫ সেপ্টেম্বর, অবরোধের তৃতীয় দিন, থানা পুলিশ স্টেশন ছাড়াও আন্দোলনকারীরা উপজেলা পরিষদসহ কমপক্ষে ২০টি সরকারি অফিসে হামলা ও ভাঙচুর করে কোটি কোটি টাকার সরকারি সম্পদ বিনষ্ট করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত