কালিয়াকৈরে তুরাগ নদ থেকে ভাসমান লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৪: ০০

গাজীপুরের কালিয়াকৈর তুরাগ নদ থেকে ভাসমান অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন তুরাগ নদের বড়ইবাড়ী ব্রিজের পাশে লাশটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বড়ইবাড়ী এলাকায় একটি ভাসমান লাশের খবর পেয়ে আমরা সেটি উদ্ধার করেছি। এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত