টঙ্গীতে জামায়াতের গণমিছিল, প্রার্থী ঘোষণার পর বিশাল শোডাউন

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৫: ২৪

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামি শুক্রবার সকালে গণমিছিল করেছে। শুক্রবার সকাল ১০টার দিকে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খায়রুল হাসান, মো. হোসেন আলী, সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, আফজাল হোসাইন, পশ্চিম থানা জামায়াতের আমির আনোয়ার হোসেন ভূইয়া, পূর্ব থানা আমির নজরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলে বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়।

এদিন জামায়াতে ইসলামী গাজীপুর-৬ আসনে আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পরপরই এ বিশাল গণমিছিলকে দলীয় প্রার্থীর শক্তি প্রদর্শনের শোডাউন হিসেবেও দেখা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত