কোটালীপাড়া থানার ওসিকে সপরিবারে প্রাণনাশের হুমকি

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৩: ৪২

গোপালগঞ্জের কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধানসহ বিভিন্ন পরিচয়ে সহস্রাধিকবার মোবাইলে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

১৭ জুলাই থেকে সোমবার (২১ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার সরকারি মোবাইল নম্বরে গালিগালজসহ প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।

সম্প্রতি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান পরিচয়ে এক ব্যক্তির ওসি আবুল কালাম আজাদকে হুমকি দেয়ার ৮ মিনিট ৫ সেকেন্ডের এক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই অডিও রেকর্ডে শোনা যায়, এক ব্যক্তি কোটালীপাড়া থানার ওসিকে ১৬ জুলাই এনসিপি’র সমাবেশ ঘিরে গোপালগঞ্জে ঘটে যাওয়া সংঘর্ষে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতন ও গুলি করে হত্যার দায় চাপিয়ে দিচ্ছে। পাশাপাশি তাকে সংযত হওয়ার কথা বলেন ওই ব্যক্তি। এ সময় ওসি আবুল কালাম আজাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

অডিওতে ওই ব্যক্তি আরও বলেন, “ওসি সাহেব মনে রাখবেন এটি গোপালগঞ্জ, এখানে কেউ বাড়াবাড়ি করে টিকতে পারেনি। কোনোদিন জামায়াত-শিবির-রাজাকার ও বিএনপি কখনোই এখানে জায়গা পায়নি, পাবেও না। আমাদের যে সকল সহযোদ্ধা ভাইদের বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত করছেন, বিরক্ত করছেন, ধরে এনে পায়ের তাড়ায় পেটাচ্ছেন, এটা থেকে বিরত থাকেন। ৭১-এর চেতনায় সারা বাংলাদেশে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর কমিটি গঠন করা হয়েছে।”

এসব বিষয়ে ওসি আবুল কালাম আজাদ আমার দেশকে বলেন, ১৭ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত কয়েক হাজার ফোন-কল এসেছে। সবাই আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ গালিগালাজ করছেন। এ বিষয়ে আমি ভীত নই। এ ধরনের সমস্যা পুলিশ সব সময়ই মোকাবিলা করতে অভ্যস্ত। আমরা চোখ-কান খোলা রেখেই আইনি কার্যক্রম পরিচালনা করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত