ভাঙ্গায় নাশকতার মামলায় নিক্সন ও ভাগ্নেসহ আসামি দু্ই শতাধিক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১২

ভাঙ্গায় দু’টি ইউনিয়ন পুনঃসংযুক্তের দাবিকে কেন্দ্র করে আন্দোলনের সময় সংঘটিত নাশকতার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ভাঙ্গা পৌরসভার পলাতক মেয়র এএফএম রেজা ফয়েজসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে চারটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

১৫ সেপ্টেম্বর দুপুরে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনঃসংযুক্ত করার দাবিতে আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও যুক্ত হয়ে ভয়াবহ নাশকতার ঘটনা ঘটান। এতে তিনটি সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়।

ঘটনার পরপরই ভাঙ্গা ও হাইওয়ে থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন বাদী হয়ে চারটি মামলা দায়ের করে। এসব মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীকে এক নম্বর এবং পৌর মেয়র এএফএম রেজা ফয়েজকে ১৮ নম্বর আসামি করা হয়েছে। দ্রুত বিচার আইনসহ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ধারা ব্যবহার করা হয়েছে এসব মামলায়।

পুলিশ ইতোমধ্যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া, আন্দোলনের সহ-সমন্বয়ক আওয়ামী লীগ নেতা পলাশ মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে জেলা ও পুলিশ প্রশাসনের আহ্বানে আন্দোলনকারীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন। সেদিন উচ্চ আদালতে রুল শুনানির ওপর নির্ভর করবে পরবর্তী কর্মসূচি।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে মামা-ভাগ্নে নিক্সন ও ফয়েজ দীর্ঘদিন ধরে দুই ভিন্ন প্লাটফর্মে সক্রিয় ছিলেন। বর্তমানে দুজনেই বিদেশে অবস্থান করছেন। নাশকতার মামলায় তাদের নাম আসায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে বিএনপির নেতারাও এ মামলায় আসামির তালিকায় রয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা বলেন, ‘নাশকারীদের কোনো দল নেই। রাষ্ট্রের সম্পদ বিনষ্টকারীরা কেবল অপরাধী।’

এদিকে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করে। এর প্রতিবাদে জনগণ রাজপথে আন্দোলনে নামে। সাময়িকভাবে কর্মসূচি স্থগিত থাকলেও আদালতের রায়ের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত