আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে মকস বিলে ঘুরতে এসে নৌকাডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

নৌকাডুবিতে মারা যাওয়া কিশোররা হলেন সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল (১৮), কারলসুরিচালা গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯) এবং একই এলাকার সফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮)।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে পাঁচ বন্ধু মিলে একটি নৌকায় উপজেলার মৌচাকের মকস বিলে ঘুরতে যায়। তীব্র বাতাসে হঠাৎ তাদের নৌকা ডুবে যায়। এতে পাঁচজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা জীবিত অবস্থায় দুইজনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়।

সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা শনিবার সকালে রফিকুল, বিকালে শিমুল ও রোববার সকালে মেহেদী হাসানের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মকস বিলে নৌকাডুবির ঘটনায় ইতোমধ্যে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন