আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়িয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ–সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

নড়িয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ–সেনাবাহিনী

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিএনপির এক নারী কর্মী ‘না ভোট’-এর পক্ষে প্রচার চালান। ওই প্রচারের বিষয় উল্লেখ করে জামায়াতে ইসলামীর এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে ওই নারী কর্মীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ রয়েছে।

দুপুরে বিষয়টি নিয়ে ভোজেশ্বর এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আচরণবিধি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংঘর্ষে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...