নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা গেটেড় সামনে যুবলীগ নেতা আব্দুর রহিম দেওয়ান (৪০) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তার রহিম দেওয়ান কাশিপুর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আব্দুর রহিম কাশিপুর এলাকার মৃত নান্নু দেওয়ানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রহিম দেওয়ানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। এছাড়া পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের বিষয়ে শুক্রবার রাতে রহিম দেওয়ান ও তার পরিবারের কয়েকজন সদস্য থানায় উপস্থিত হন। এ সময় তাকে বৈষম্যবিরোধী মামলার গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বৈষম্যবিরোধী একটি মামলায় রহিম দেওয়ান এজাহারভুক্ত ৩১ নম্বর আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আজই আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

