কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে স্ত্রী ইকরাবিন ইভা (২১) হত্যার দায়ে স্বামী সাকিব মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ১৬ দিন পর শনিবার বিকেলে চট্রগ্রামের কর্ণফুলী এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ভোরে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আনার জন্য রাতেই চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার সাকিব মিয়া পাকুন্দিয়া উপজেলার আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক হেল্পার।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে জড়িয়ে একই উপজেলার ছয়চির গ্রামের সৌদিআরব প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে ইকরাবিন ইভাকে বিয়ে করেন সাকিব। বিয়ের পর থেকেই ইভা তার পিত্রালয়ে বসবাস করে আসছেন। তাদের সংসারে আরিয়ান নামের সাত মাসের এক ছেলে সন্তান রয়েছে। ঘটনার দিন গত ১৮ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সাকিব ইভাদের বাড়িতে রাত্রিযাপন করছিলেন। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাকিব ধারালো ছুরি দিয়ে ইভার পেট, হাতসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। ইভার ডাকচিৎকারে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় পরদিন নিহতের মা বিউটি আক্তার সাকিব মিয়াকে প্রধান আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে সাকিব মিয়াকে ধরিয়ে দিতে গত ২১ ডিসেম্বর ‘পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ’ ফেসবুক পেজ-এ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়ে বেতার বার্তা শেয়ার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

