আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ: আজহারী

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ: আজহারী

জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, ২৪’র রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ ছাত্রসমাজ। তাদের হাতেই বাংলাদেশ আর লাল-সবুজের পতাকা নিরাপদ। এ প্রজন্মকে কুরআন-হাদিসের আলোয় আলোকিত করতে হবে। তাহলেই উপকৃত হবে দেশ-জাতি, সমাজ।

শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মাহফিলে তিনি এসব কথা বলেন। লাখও জনতার উপস্থিতিতে ‘ঢাকা বিভাগের’ নবাবগঞ্জের বারুয়াখালী মাঠে এ মাহফিল হয়।

বিজ্ঞাপন

আজহারী বলেন, তারুণ্যের উচ্ছ্বাসকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে। ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা। আমরা কুরআন-হাদিসের আলোকে কথা বলি। মানুষকে সচেতন করাই দ্বীনের দায়িত্বের কাজ। এসব ভুলে আমাদের সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমাদের নিয়ে যারা হিংসা কিংবা সমালোচনা করেন, আমরা তাদেরও ভালোবাসি। আমাদের স্লোগান হলো ‘হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা’। এটাই ইসলামের সুমহান শিক্ষা।

মাঠে বিশাল প্যান্ডেল ও আকর্ষণীয় স্টেজ নির্মাণ করা হয়। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ সব সংস্থার সতর্ক অবস্থান ছিল চোখে পড়ার মতো। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে মাহফিল এলাকায় বিশেষ ব্যবস্থা নেয় পিডিবি। মাহফিল পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল সীমিত করা হয়।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম, সাইদুর রহমান শাহীন, তানভির আহমেদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব

নির্বাচনি উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

বিনামূল্যে পাঠ্যবই গ্রহণে শিক্ষা কর্মকর্তাদের পাঁচ নির্দেশনা

হাওরের বৈচিত্র্য রক্ষা করে যোগাযোগে উন্নয়নের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন