স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্বে খায়রুল ইসলাম (৪০) নামের একজন প্রাণ হারিয়েছেন । তিনি গাজীপুর মহানগরের ২৯ নং ওয়ার্ডের আদাবৈ গ্রামের মৃত মোস্তফার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে খায়রুল তার মা ও বোনের অংশের জমি বিক্রি করে দেন। মঙ্গলবার সকালে সেই জমির সীমানা নির্ধারণ করতে গেলে তার বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি একই এলাকার সিদ্দিকের ছেলে লাইজুদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে খায়রুল ক্ষিপ্ত হয়ে বোন ও ভগ্নিপতির ওপর হামলার করে।
এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা খাইরুলকে প্রতিরোধে এগিয়ে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে খায়রুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সদর মেট্রো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. মেহদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নিয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই, মানুষ পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে নয়, আইনের মাধ্যমে সমস্যার সমাধান করুক।
গাজীপুরে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্বে খায়রুল ইসলাম (৪০) নামের একজন প্রাণ হারিয়েছেন । তিনি গাজীপুর মহানগরের ২৯ নং ওয়ার্ডের আদাবৈ গ্রামের মৃত মোস্তফার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে খায়রুল তার মা ও বোনের অংশের জমি বিক্রি করে দেন। মঙ্গলবার সকালে সেই জমির সীমানা নির্ধারণ করতে গেলে তার বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি একই এলাকার সিদ্দিকের ছেলে লাইজুদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে খায়রুল ক্ষিপ্ত হয়ে বোন ও ভগ্নিপতির ওপর হামলার করে।
এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা খাইরুলকে প্রতিরোধে এগিয়ে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে খায়রুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সদর মেট্রো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. মেহদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নিয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই, মানুষ পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে নয়, আইনের মাধ্যমে সমস্যার সমাধান করুক।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৫ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে