আড়াইহাজারে আবারো তিন বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১২: ০৬
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৪: ০৮

আড়াইহাজারে থামছেই না ডাকাতি। একের পর এক ডাকাতির ঘটনায় পুরো উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে বিএনপি নেতা আহসান হাবিব, ব্যবসায়ী আ. হেকিম ও মজিবুল্লাহর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিজ্ঞাপন

১৮-২০ জন ডাকাত দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে তালা ভেঙে আহসান হাবিবের বাড়িতে ঢুকে সবাইকে জিম্মি করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা আহসান হাবিব জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈইলারকান্দি এলাকায় তার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একতলা ভবনের কেচিগেটের তালা ভেঙে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় নগদ ৪০ হাজার টাকা এবং ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এরপর ডাকাতরা ব্যবসায়ী আ. হেকিম ভূঁইয়ার (৫৩) বাড়িতে ঢুকে নগদ ৪৫-৫০ হাজার টাকা ও ৪-৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

সবশেষে ডাকাতরা মজিবুল্লাহর বাড়িতে ঢুকে নগদ ১০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

এদিকে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এক রাতে তিনি বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার রাতে তিন বাড়ি ও শুক্রবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত