ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৮: ৩৬
ছবি: সংগৃহীত

ঘাটাইলের পাহাড়ি অঞ্চল পোড়াবাড়ি গারোবাজার সড়কে কিরনমালা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রুবেল (১৯) এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।

বিজ্ঞাপন

নিহতের বাবার নাম আরফান আলী নলমা গ্রামের বাসিন্দা। ঘটনার পর মারাত্মক আহত রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১টায় সে মারা যায়।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুই মোটরসাইকেল দ্রুতগতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আমার দেশকে জানান, এ ঘটনা সম্পর্কে কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত