দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪৭ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১: ৪৭

পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কারণে টানা ৪৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের সাব-ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত