টঙ্গীতে এবার কাপড়ের কাটিং কারখায় আগুন

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২: ৪২

গাজীপুরের টঙ্গীতে কাপড়ের কাটিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানায় রক্ষিত রোল কাপড়, কাটিং কাপড় ও মেশিনপত্র পুড়ে যায়। সোমবার সকাল ১০টার দিকে মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিসের গলির ‘মেসার্স সত্যরঞ্জন অ্যান্ড রনি কাটিং সেন্টার’ কারখানায় আগুন লাগে।

আশপাশের বাসিন্দারা জানান, সকাল ১০টার দিকে মেসার্স সত্যরঞ্জন অ্যান্ড রনি কাটিং সেন্টার নামক কারখানায় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কারখানায় রক্ষিত রোল কাপড়, কাটিং কাপড়, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে যায়। কারখানার লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত