এনসিপির সমাবেশে হামলাই প্রমাণ আ.লীগ সন্ত্রাসী দল: আসাদুজ্জামান রিপন

জেলা প্রতিনিধি, মাদারীপুরউপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৮: ২৮
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২০: ১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন বলেছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই ন্যক্কারজনক হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। এ দেশে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি।

বৃহস্প‌তিবার (১৭ জুলাই) বেলা ১২টার দি‌কে মাদারীপুরের শিবচরে বিএনপি সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা ব‌লেন।

বিজ্ঞাপন

আসাদজ্জামান রিপন আরও ব‌লেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয়। কিন্তু সেই পতিত স্বৈরাচারের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিস্টগোষ্ঠী ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করার ঘটনা প্রমাণ করে যে তারা আবারও দেশকে অস্থিতিশীল করে তৃতীয়পক্ষের ইশারায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা। কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাহান্দার আলী জাহান, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, শিবচর উপজেলা যুবদলের সহ-সভাপতি শামীম আহসান চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাদিরা মিঠু চৌধুরী।

বিএনপি ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে এখনই তাদের মুলোৎপাটন প্রয়োজন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত