সাভারে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৪: ৫৬

সাভারে বিমল রাজবংশী (৪২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই নারায়ণ রাজবংশীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বুধবার রাত ১১টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গতকাল রাতে বিমল রাজবংশীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ফুলবাড়িয়া বাজারে ঝগড়া হয় নারায়ণ রাজবংশীর। এ সময় নারায়ণ রাজবংশী শক্ত লাঠি দিয়ে বিমল রাজবংশীকে পিটিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুই নারী শিল্পী রানী রাজবংশী ও উশান্ত রাজবংশীকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় নারায়ণ রাজবংশী।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সাভার মডেল থানার পুলিশ অফিসার জুয়েল মিঞা বলেন, হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত