চুরির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক খুন, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৪: ৪৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম।

বিজ্ঞাপন

গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় তাকওয়া টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মাকসুদুল হাসান জনির (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন ও আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। ১৪ জুলাই রাত দুইটার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে কয়েকজন মিলে জনিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকওয়া টাওয়ার নামক নির্মাণাধীন ভবনের পাশে ফেলে রাখে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে জনির পিতা শুকুর আলী সাতজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনূর আলম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে এবং একজনকে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত