রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, কোরআন শরিফ বিতরণ

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১২: ৩১

উপজেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল আয়োজন করেছে জামায়াতে ইসলামী রূপগঞ্জ শাখা।

বিজ্ঞাপন

শনিবার বিকালে রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ব্যানারে উপজেলার ভুলতা রয়েল মুন রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মো. নাজমুল হুদা।

ইফতার পূর্ব সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবু সাঈদ মুন্না, আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত ইসলামীর মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. আনোয়ার হোসাইন মোল্লা, রূপগঞ্জ উপজেলা জামায়াতের দক্ষিণ থানা আমির সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারি আনিসুর রহমান, রূপগঞ্জ উত্তর থানা আমির আব্দুল মজিদ, সেক্রেটারি খায়রুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম থানা আমির মাওলানা ওমর ফারুক ও সেক্রেটারি হানিফ ভুঁইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, তা ধরে রাখার জন্য জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দল ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের ভূমিকা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না। জুলাই বিপ্লবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সৎ ও সাহসী সাংবাদিকরা কষ্টে দিনাতিপাত করছেন। তাই এদের কল্যাণে রাষ্ট্রের আলাদা বরাদ্দ ও পলিসি থাকতে হবে। পরে সাংবাদিকদের মাঝে তাফহীমুল কোরআন বিতরণ করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত